নগদ থেকে গ্রামীণফোনে মোবাইল রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক অফার !

Ad Code

নগদ থেকে গ্রামীণফোনে মোবাইল রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক অফার !

 ক্যাশব্যাক পেলে সবারই ভালো লাগে!





তাইতো আপনাদের জন্যই ‘নগদ’ ও গ্রামীণফোন এবার নিয়ে এসেছে ‘আনলিমিটেড ক্যাশব্যাক’ অফার। এখন ‘নগদ’ গ্রাহকরা যেকোনো গ্রামীনফোন নাম্বারে ১০৯ টাকার ভয়েস প্যাক রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন ১০ টাকা ক্যাশব্যাক। শুধু তাই নয়, যতবার রিচার্জ করবেন ততবারই পাবেন এই ক্যাশব্যাক। অফারটি চলবে ১৩ এপ্রিল, ২০২১ থেকে ২২ এপ্রিল, ২০২১ পর্যন্ত।

জিপি রিচার্জ ক্যাম্পেইনের শর্তাবলিঃ

 

১। ‘নগদ’ গ্রাহকরা নিচের তালিকা অনুযায়ী যেকোনো জিপি নাম্বারে ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন আনলিমিটেড ক্যাশব্যাকঃ

 

মোবাইল অপারেটরপ্যাকেজপ্যাকের
ধরন
প্যাকের পরিচিতিপ্যাকের মেয়াদক্যাশব্যাকের
পরিমাণ
(টাকা)
জিপি১০৯ভয়েস প্যাক১পয়সা/সেকেণ্ড৩০ দিন১০

২। ‘নগদ’ গ্রাহকরা ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন, যদি তারা সরাসরি তাদের ‘নগদ’ একাউন্ট থেকে অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করেন

৩। গ্রাহকরা যেই নাম্বার দিয়ে ‘নগদ’ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরিউক্ত টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই ‘নগদ’ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন

৪। ‘নগদ’ গ্রাহকরা এই ক্যাম্পেইন এর শর্তাবলি অনুযায়ী উপযুক্ত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) ক্যাশব্যাক পাবেন

৫। ভয়েস প্যাকটি জিপি “প্রি-পেইড ও পোষ্ট-পেইড” উভয় নাম্বার এর জন্য প্রযোজ্য

৬। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে গ্রাহকের অবশ্যই ‘নগদ’ একাউন্ট সচল থাকতে হবে

৭। ‘নগদ’ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে

৮। এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

৯। নগদ ঘোষণা করে যে,

ক) ‘নগদ’ বা ‘নগদ’-এর কোন প্রতিনিধি, কোন সময়েই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন নাম্বার) চাইবে না

খ) ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না

গ) ইহা গ্রাহককে শুধুমাত্র 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন

ঘ) উপরিউক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য গ্রাহকের কোন ক্ষতি সাধিত হলে ‘নগদ’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না

ঙ) এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক ‘নগদ’-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন

চ) উক্ত শর্তাবলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয় সাংঘর্ষিক হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ