ডিজিটাল বাংলাদেশ প্রশ্ন উত্তর

Ad Code

ডিজিটাল বাংলাদেশ প্রশ্ন উত্তর

 ১. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা?

= যশোর

২. বাংলাদেশের প্রথম সাইবার সিটি?

= সিলেট

৩. বাংলাদেশের প্রথম সিলিকন সিটি?

= রাজশাহী

৪. বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ?

= মহেশ খালী

৫. বাংলাদেশের ১ম ডিজিটাল টেলিফোন স্থাপন করা হয়?

= মিঠাপুকুর

৬. 'বঙ্গবন্ধু হাইটেক সিটি'?

= গাজীপুরের কালিয়কৈর

৭. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম?

= নয়ন

৮. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট?

= বঙ্গবন্ধু -১

৯. বাংলাদেশের ১ম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ?

= অন্বেষা

১০. বাংলাদেশ প্রথম কোন দেশের ইন্টারনেট রপ্তানি করে ?

= ভারতে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ