আমার বঙ্গবন্ধু গেমস্ - প্রশ্ন , উত্তর ও সমাধান

Ad Code

আমার বঙ্গবন্ধু গেমস্ - প্রশ্ন , উত্তর ও সমাধান

 



১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ

করেন?


ক. ২০ মার্চ, ১৯২২

খ. ১৭ ফেব্রুয়ারি, ১৯২৫

গ. ৫ আগস্ট, ১৯২৭

ঘ. ১৭ মার্চ, ১৯২০ ✓


২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের (অল ইন্ডিয়া মুসলিম লীগের শাখা) কোন পদে নির্বাচিত হয়েছিলেন।


ক. সভাপতি

খ. সহ সভাপতি

গ. সাধারণ সম্পাদক

ঘ. কাউন্সিলর ✓


৩.বঙ্গবন্ধুর সব সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান কে ছিল?


ক. শেখ কামাল

খ. শেখ রেহানা

গ. শেখ রাসেল ✓

ঘ. শেখ জামাল


৪.কত বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন?


ক. ছয় বছর বয়সে

ঘ. সাত বছর বয়সে ✓

গ. আট বছর বয়সে

ঘ. নয় বছর বয়সে


৫.বঙ্গবন্ধুর সব সন্তানের মধ্যে বড় সন্তান কে ছিল?


ক. শেখ কামাল

খ. শেখ হাসিনা ✓

গ. শেখ রেহানা

ঘ. শেখ জামাল


৬.কোন বছর বঙ্গবন্ধু স্নাতক শেষ করেছিলেন?


ক. ১৯৪৭ ✓

খ. ১৯৪৮

গ. ১৯৪৬

ঘ. ১৯৪৫



৭.বঙ্গবন্ধু ১৯৪৭ সালে তৃতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্ত স্বাধীন বাংলার জন্য যে আন্দোলনে যোগ দিয়েছিলেন তার নাম কি?


ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আন্দোলন✓

খ. বেঙ্গল রেনেসাঁ

গ. আঞ্চলিক পুনর্গঠন আন্দোলন

ঘ. স্বদেশী আন্দোলন


৮.পরবর্তী ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী

কে ছিলেন?


ক. খাজা নাজিমুদ্দিন ✓

খ. লিয়াকত আলী খান

গ. জুলফিকুর আলী ভুট্টো

ঘ. মোহাম্মদ আলী


৯.আন্দোলন এর ফলে বঙ্গবন্ধুর ভিত্তি হয়ে ওঠে


ক. স্বাধীন বাংলাদেশ✓

ব. বাংলা আমাদের মাতৃভাষা

গ. সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য 

ঘ. ধর্মনিরপেক্ষ জাতি প্রতিষ্ঠার জন্য



১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন

ক. আইন✓

খ. ইতিহাস

গ. রসায়ন

ঘ. পদার্থ


১১. ভারত এবং পাকিস্তানের পাশাপাশি তৃতীয় রাষ্ট্র হিসেবে স্বতন্ত্র, স্বাধীন বাংলা প্রতিষ্ঠার জন্য কে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আন্দোলনে যোগ দেন?


ক. শেখ আবদুর রবিন

খ. শেখ আবু রাশিদ

গ. শেখ মুজিবুর রহমান ✓

ঘ. শেখ আবদুর রশিদ


১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিভাগ ও

প্রতিষ্ঠানে ভর্তি হন?


ক. আইন বিভাগ, ঢাকা ✓ বিশ্ববিদ্যালয়

খ. পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. বাংলা সাহিত্য বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয়

ঘ. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়



১৩. ৭ই অক্টোবর, ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন?


ক. মেজর জেনারেল ইস্কান্দার মির্জা ✓

খ. মুহাম্মদ আলী জিন্নাহ

গ. খাজা নাজিমুদ্দিন 

ঘ. জেনারেল আইয়ুব খান


১৪. কার নেতৃত্বে প্রাদেশিক সরকারে শেখ মুজিবুর রহমান মন্ত্রী হিসেবে যোগ দেন?


ক. মাওলানা আতাহার আলীর নেতৃত্বে

খ. আবু হোসেন সরকারের নেতৃত্বে

গ. এ কে ফজলুল হকের নেতৃত্বে

ঘ. খান আতাউর রহমানের নেতৃত্বে✓


১৫. ২৪ জুন থেকে কত জুলাই পর্যন্ত শেখ মুজিবুর রহমান সরকারি সফরে চীনে যান?

ক. ১২ জুলাই

খ. ১৩ জুলাই✓

গ. ১৪ জুলাই

ঘ. ১৫ জুলাই


২৪ জুন থেকে কত জুলাই পর্যন্ত শেখ মুজিবুর রহমান সরকারি সফরে চীনে যান?


ক. ১২ জুলাই

খ, ১৩ জুলাই ✓

গ. ১৪ জুলাই

ঘ. ১৫ জুলাই


কার নেতৃত্বে সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি প্রত্যাহার করে নাম রাখা হয় 'আওয়ামী লীগ'?


ক. মাওলানা আতাহার আলী

খ. শেখ মুজিবুর রহমান

গ. আবু হোসেন সরকার

ঘ. এ কে ফজলুল হক


শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক

নির্বাচিত হন—

ক. দ্বিতীয় সময়

খ. প্রথমবার

গ. চতুর্থবার

ঘ. তৃতীয় সময়



কার নেতৃত্বে সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি প্রত্যাহার করে নাম

রাখা হয় 'আওয়ামী লীগ'?


ক. মাওলানা আতাহার আলী

খ. শেখ মুজিবুর রহমান

গ. আবু হোসেন সরকার

ঘ. এ কে ফজলুল হক


শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন


ক. দ্বিতীয় সময়

খ. প্রথমবার

গ. চতুর্থবার

 ঘ. তৃতীয় সময়


১৯৫৩ সালে বঙ্গবন্ধুকে কোন লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়?


ক. আওয়ামী মুসলিম লীগ

খ. বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ

গ. ভারত-পাকিস্তান মুসলিম লীগ

ঘ. ব্রিটিশ মুসলিম লীগ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন তার ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন?


ক. ৫ জানুয়ারী ১৯৬৬ 

ক. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী

গ. ১৯৬৬ সালের ৫ মার্চ

ঘ. ১৯৬৬ সালের ৫ ডিসেম্বর


পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কিসের অভিযোগ এনেছিল?


ক. 'তথাকথিত' আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য

ব. রাষ্ট্রদ্রোহিতার সাথে

গ. সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট ডাকার জন্য

ঘ. ক ও খ✓


ঐতিহাসিক ছয়দফা কোথায় উত্থাপিত হয়?


ক. ঢাকার রেসকোর্স ময়দানে

খ. কলকাতার ঘরের মাঠে 

গ. পাকিস্তানের লাহোরে✓

ঘ. নিউইয়র্কের টাইম স্কয়ারে




১৯৭০ এর নির্বাচনে কীসের আলোকে শেখমুজিবুর রহমান আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান? 


ক. দ্বিজাতিত্বের আলোকে

খ. ধর্মের আলোকে

গ. ছয় দফার আলোকে✓

ঘ. এগারো দফার আলোকে


দলীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতাদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়—


ক. শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসা✓

খ. জাতীয় পরিষদের হলরুম

গ. প্রধানমন্ত্রীর বাড়িতে

ঘ. শেখ মুজিবুর রহমানের বাসভবন গোপালগঞ্জ


সরকার কবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে?


ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৬৮

খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৬৮✓

গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৮

ঘ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৬৮



বঙ্গবন্ধু কোন তারিখে ঐতিহাসিক ভাষণ দেন?


.৭ মার্চ

খ. ২৫ মার্চ

গ. ১৫ মে

ঘ. ৮ জানুয়ারি


বাংলাদেশের বিজয় দিবস কবে?


ক. ২৬ মার্চ

খ. ১৬ ডিসেম্বর

গ. ৭ মার্চ

ঘ. ১৪ ডিসেম্বর


বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণকে কি নামে

আখ্যায়িত করা হয়?


ক. ৭ই মার্চের ভাষণ

খ. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

গ. বঙ্গবন্ধুর ভাষণ

ঘ. মহানায়কের ভাষণ


সংঘটিত গণহত্যার নাম কি ছিল?


 ক. অপারেশন সেরুজা

খ. অপারেশন সার্চলাইট✓

গ. অপারেশন সন্ধ্যার আলো

ঘ. অপারেশন সকালের আলো


বাংলাদেশে আসার আগে বঙ্গবন্ধু কোথায়

গিয়েছিলেন?


ক. প্যারিস

. লন্ডন

গ. নিউইয়র্ক

ঘ. পূর্বপাকিস্তান


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 


 ক. ১০ই জানুয়ারী, ১৯৭২

খ. ১২ই জানুয়ারী, ১৯৭২

গ. ১৫ই জানুয়ারী, ১৯৭২

ঘ. ৯ই জানুয়ারী, ১৯৭২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ